Site icon Jamuna Television

কৌশলগত সম্পর্ক জোরদার করবে রাশিয়া ও ইরান

পশ্চিমাদের চাপের মুখে কৌশলগত সম্পর্ক জোরদার করবে রাশিয়া ও ইরান। বুধবার তেহরানে এ অঙ্গীকার করেন দুই দেশের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সফরে ইরানের নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা আলি শামখানির সাথে বৈঠক করেন রুশ নিরাপত্তা কাউন্সিলের প্রধান নিকোলাই পেত্রোশেভ। অভ্যন্তরীণ ইস্যুতে পশ্চিমাদের নাক গলানোর তীব্র সমালোচনা করেন তারা।

জ্বালানি, পরিবহন, কৃষি, বাণিজ্য ও ব্যাংকিং খাতে দু’দেশের সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন শামখানি। বলেন, রুশ-ইউক্রেন ইস্যুতে আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় সমর্থন জানায় ইরান। সংকট সমাধানে ভূমিকা রাখতেও প্রস্তুত ইরান।

এ সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সাথেও সাক্ষাৎ করেন রুশ প্রতিনিধি পেত্রোশেভ। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই ইরানের সাথে সম্পর্কে নজর দেয় রাশিয়া। পশ্চিমাদের অভিযোগ, কিয়েভে হামলায় ব্যবহৃত হচ্ছে ইরানের শহিদ ড্রোন।

ইউএইচ/

Exit mobile version