Site icon Jamuna Television

অযৌক্তিকভাবে মস্কোকে হুমকি মনে করছে পশ্চিমারা: রাশিয়া

ছবি: সংগৃহীত

জাতিসংঘের বিশেষ অধিবেশনে ‘পরমাণু যুদ্ধে কোনোপক্ষই জয়ী হয় না’- বলে মন্তব্য করেছেন রুশ প্রতিনিধি আলেক্সান্দার শেভেচেঙ্কো। এ সময়, অযৌক্তিকভাবে মস্কোকে হুমকি হিসেবে বিবেচনা করছে পশ্চিমারা- বলেও অভিযোগ করেন তিনি। রাশিয়ার বিরোধিতায় প্রস্তাব নিয়ে জাতিসংঘের সদস্য দেশগুলোর সমালোচনাও করেন শেভচেঙ্কো।

বুধবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এর একটি প্রতিবেদনের ওপর আয়োজিত জাতিসংঘের বিশেষ আলোচনায় অংশ নেয় রাশিয়া, ইউক্রেন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেখানেই এসব মন্তব্য করেন এ রুশ প্রতিনিধি।

আলোচনা সভায়, জাপোরিঝিয়ায় রাশিয়ার সামরিক পদক্ষেপকে জাতিসংঘ বিধির লঙ্ঘন বলে- আখ্যা দিয়ে অঞ্চলটিতে রুশ হামলায় বহু বেসামরিক হতাহতের কথা জানান ইউক্রেনের প্রতিনিধি। এ সময়, ইউক্রেনের পরমাণু কেন্দ্রে রুশ হামলার সমালোচনা করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি।

/এসএইচ

Exit mobile version