Site icon Jamuna Television

গোল্ডেন বুট জিতলেন লেভানদোভস্কি

ছবি: সংগৃহীত

ইউরোপের টপ স্কোরারের পুরস্কার গোল্ডেন বুট পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি। ২০২১-২২ সালে বায়ার্নের জার্সিতে সর্বাধিক ৩৫ গোল করায় এই পুরস্কার জিতেছেন তিনি।

জার্মানি ছেড়ে এখন স্পেনে থিতু হয়েছেন লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখ ছেড়ে গায়ে তুলেছেন বার্সেলোনার জার্সি। নতুন ঠিকানাতেও নিয়মিতই গোল করছেন এই পোলিশ।

তবে ২০২১-২২ সালে বায়ার্নের হয়ে ৩৫ গোল করার পুরস্কার হিসেবেই গোল্ডেন বুট পেলেন লেভানদোভস্কি। বার্সেলোনা কিংবদন্তি কার্লোস পুয়োল পুরস্কার তুলে দেন তার হাতে। গত মৌসুমের দ্বিতীয় সেরা স্কোরার হিসেবে পুরস্কার জিতেছেন এমবাপ্পে।

/এনএএস

Exit mobile version