Site icon Jamuna Television

প্রশ্নপত্রে ‘সাম্প্রদায়িকতা’, ইসলামী আন্দোলনের নিন্দা

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ‘সাম্প্রদায়িক’ প্রশ্ন করার নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করে দলটি।

প্রতিবাদ সমাবেশে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন ইসলামী আন্দোলনের নেতারা। তাদের দাবিগুলো হলো, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা বহাল রাখা, সিলেবাস থেকে ডারউইনের বিবর্তনবাদ বাতিল এবং সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা।

বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় সাম্প্রদায়িক প্রশ্নের জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন নেতারা।

ইউএইচ/

Exit mobile version