Site icon Jamuna Television

জলবায়ু সম্মেলনের রাস্তায় নর্দমার পানি

মিশরের শার্ম-আল-শেখে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন- কপ টোয়েন্টি সেভেন। সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তায় উপচে পড়ছে ড্রেন-নর্দমার ময়লা পানি। পয়ঃনিষ্কাশনের ত্রুটি থেকেই এ সমস্যা হয়েছে বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এপির।

বুধবার মূল আলোচনার কেন্দ্র বা ব্লু জোনের বাইরের রাস্তায় ভেসে যায় নোংরা পানিতে। মূলত সম্মেলন কেন্দ্র থেকে বের হওয়ার জন্য ব্যবহৃত হয় এলাকাটি। পোশাক-জুতা পরিচ্ছন্ন রাখতে পাথর টপকে নোংরা পানি পার হন আগত অতিথি, কূটনীতিক, সাংবাদিকরা।

চলতি বছর মিসরের রিসোর্টের নগরী হিসেবে পরিচিত শার্ম-আল-শেখে গত রোববার থেকে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। সম্মেলনে অংশ নিচ্ছে ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ। জাতিসংঘের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও পরিবেশ কর্মীরাও রয়েছেন এ সম্মেলনে।

ইউএইচ/

Exit mobile version