Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভিরাট কোহলি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম ৪ হাজার রানের রেকর্ড গড়লেন ভিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি এই রেকর্ডটি গড়েন। লিয়াম লিভিংস্টোনের বল কাভারে পাঠিয়ে এই অনন্য নজির গড়েন কোহলি। কোহলির অনবদ্য পঞ্চাশ রানের উপর ভর করে এগিয়ে যাচ্ছে ভারত।

১৫-তম ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোনকে চার মেরে টি-টোয়েন্টিতে চার হাজার রানের মাইলফলক ছুঁলেন ভিরাট কোহলি। একইসাথে ভারত পৌঁছায় একশ’তে।

১০৭ ইনিংস খেলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে চার হাজার রান করলেন কোহলি। এর আগে সুপার টুয়েলভে পাকিস্তান, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন ভিরাট। ৬ ম্যাচ ২৯৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকও এই ব্যাটার।

Exit mobile version