Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশির জয়

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোভূত ৪ প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন, জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেক্টিকাট স্টেট সিনেটর মো. মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস আবুল খান। খবর টাইম অব ইন্ডিয়া।

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ ৩৫ ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনে ভোটের পাশাপাশি ৩৬ স্টেটের গভর্নর পদ এবং অঙ্গরাজ্যসমূহের আইন সভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে বিজয়ী বাংলাদেশি আমেরিকানদের ৩ জন ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন নাবিলা ইসলাম এবং একই রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শেখ রহমান। এছাড়া কানেক্টিকাট স্টেট সিনেটে বিজয়ী হন মো. মাসুদুর রহমান। নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।

মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি আমেরিকানের বিজয়ে উল্লাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

এএআর/এন এএস

Exit mobile version