Site icon Jamuna Television

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তাতে ১৩ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছরের ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

বৃহস্পতিবার (১০ নবেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করে।

২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। তখন ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। পরে ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেন। ৪১তম বিসিএসের বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা জানায় পিএসসি।

দেখে নিন পরীক্ষার ফল:

/এমএন

Exit mobile version