Site icon Jamuna Television

ফিলিপাইনে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও কমছে না মূল্যস্ফীতির ভোগান্তি

ছবি : সংগৃহীত

ফিলিপাইনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো অবস্থানে থাকলেও মূল্যস্ফীতি দারুণভাবে ভোগাচ্ছে দেশটির নাগরিকদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হয়েছে একাধিকবার। ফলে বাড়ছে ভোক্তাদের ব্যয়। সরকার জানিয়েছে, পুনরুদ্ধার কার্যক্রম এখনো ঝুঁকিতে রয়েছে। খবর আল-জাজিরার।

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৭.৬ শতাংশ। পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিল-জুন প্রান্তিকে ০.১ শতাংশ সংকোচনের পর জিডিপি বেড়েছে ২.৯ শতাংশ। ধারণা করা হচ্ছে, পরবর্তী প্রান্তিকে আরও ১ শতাংশ বৃদ্ধি পাবে।

ফিলিপাইনের অর্থনৈতিক পরিকল্পনা সচিব আর্সেনিও বালিসাকান জানান, আশা করি ২০২২ সালে সরকারের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ থেকে ৭.৫ ছাড়িয়ে যাবে। বর্তমানের এই পরিসংখ্যান উল্লেখযোগ্য। তারপরও আমরা নজর দিতে চাই মূল্যস্ফীতিতে। কারণ আমাদের নাগরিকরা এখনো চ্যালেঞ্জের মুখোমুখি।

আল জাজিজার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় ফিলিপাইনের স্থানীয় মুদ্রা পেসো ক্রমেই দুর্বল হচ্ছে। গত অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছিল। ফলে নিয়ন্ত্রণ করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক কয়েক ধাপে সুদের হার বাড়িয়েছে। করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশে দেশে লাফিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। এতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে অসহনীয়ভাবে।

এএআর/

Exit mobile version