Site icon Jamuna Television

‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইইউ’

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জোটটির ঢাকা সফররত প্রতিনিধি দলের প্রধান ইভা জোহানসন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইইউ এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ইইউ এর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জোটটির কমিশন ফর হোম অ্যাফেয়ার্স ইভা জোহানসন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের জন্য বড় ধরনের বোঝায় পরিণত হয়েছে। এ ইস্যুতে তখন বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানায় ইইউ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি বৈঠকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এই যুদ্ধের কারণে গোটা বিশ্বকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি এ বৈঠকে জলবায়ু পরিবর্তন, অভিবাসন সংক্রান্ত বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

/এমএন

Exit mobile version