Site icon Jamuna Television

১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে ‘দামাল’

বহুল আলোচিত রায়হান রাফির ‘দামাল’ সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তির জন্য প্রস্তত। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি আগামী ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি দেয়া হবে। এরপর ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি দেয়া হবে ‘দামাল’। এরই মধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে।

এ নিয়ে বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, আমরা নিউ ইয়র্ক থেকে দামাল ছবিটি মুক্তি দিচ্ছি। এরপর ২ ডিসেম্বর থেকে ৫০টি সিনেমাহলে ছবিটি চলবে। তিনি আরও বলেন, রাফির পরান ছবিটি যুক্তরাষ্ট্রে চলাকালীন আমরা দামালের প্রচারণা চালিয়েছি। দর্শকরা সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আশা করছি, এই ছবিটি যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করবে।

গত ২৮ অক্টোবর বাংলাদেশ মুক্তি পেয়েছে সিনেমা দামাল। ছবিটি মুক্তির পরই প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। আর এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হস্টোন, বাল্টিমোর, শিকাগো, ওরল্যান্ডো, মিয়ামি, ডেট্রয়েট, রেনো, পোর্টল্যান্ড ও বোস্টনসহ ১৫টি শহরে ছবিটি মুক্তি দেয়া হবে দামাল।

এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এই সিনেমায় আরও রয়েছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, পূজা, সামিয়া অথৈ প্রমুখ।

এসজেড/

Exit mobile version