Site icon Jamuna Television

নাটোরে তিন পাখি শিকারির ১৫ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের চলনবিলে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে তিন শিকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে বিলের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো বিয়াশ গ্রামের হেলাল, বিপ্লব ও হাবিব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে চলনবিলের ডাহিয়া, পাঁচপাকিয়া, দেবত্তর এলাকায় যায় পরিবেশকর্মীরা। এ সময় তাদের সহযোগিতায় ৩ পাখি শিকারিকে আটক করে প্রশাসনের কর্মকর্তারা। পরে শিকারিদের কাছ থেকে পাতি সরালি, কাদাখোঁচা, টোকা, হুটটিটি, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির ২১টি দেশি ও অতিথি পাখি উদ্ধার করা হয়। সেই সাথে তিনজন পাখি শিকারিকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে উদ্ধারকৃত পাখিগুলো আকাশে উড়িয়ে দেয়াসহ পাখি ধরার ফাঁদ ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী হাসিবুল হাসান, কুরবান আলী, হাবিব প্রামাণিকসহ অন্যান্যরা।

এটিএম/

Exit mobile version