Site icon Jamuna Television

এসডিজি বাস্তবায়নে জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন: তাজুল ইসলাম

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় মানুষের সম্পৃক্ততা বেশি। এক্ষেত্রে তাদের (জনপ্রতিনিধি) যতটা অন্তর্ভুক্ত করা যাবে, এসডিজি বাস্তবায়ন ততটা সহজ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে স্থানীয় মানুষদের সম্পৃক্ততা শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। তবে, বেশিরভাগ মেম্বার-চেয়ারম্যান স্বল্প শিক্ষিত হওয়ায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে বলেও মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী।

সেমিনারে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, এসডিজি ২০৩০ অর্জন করতে হলে সরকারি-বেসরকারি সংস্থগুলোকে একসাথে কাজ করতে হবে। বাড়াতে হবে নারীর অংশগ্রহণ। এসডিজি বাস্তবায়ন করতে হলে স্থানীয়দের মধ্যে সক্ষমতা বাড়াতে হবে এবং তথ্যের সংকট কাটিয়ে উঠতে হবে। শিগগিরই স্থানীয় তথ্যভান্ডার তৈরি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/এমএন

Exit mobile version