Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপের উদ্বোধনীতে দেখা যাবে নোরা ফাতেহি ম্যাজিক

নোরা ফাতেহি।

দুই সপ্তাহও বাকি নেই গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা উঠতে। কিন্তু এখনও ধোঁয়াশা কাটছে না কারা এবারের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন। এখন পর্যন্ত নোরা ফাতেহির অংশ নেয়া নিশ্চিত করেছে আয়োজকরা।

এছাড়া বিটিএসের নামও শোনা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারে ব্ল্যাক আইড পিস আর নাইজেরিয়ার গায়ক ডেভিডো। তবে শেষ মুহূর্তে শোনা যাচ্ছে, শাকিরাকেও দেখা যেতে পারে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে।

কাতারের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে মাত্র আধ ঘণ্টা সময় পাওয়া যাবে অনুষ্ঠানের জন্য। যেখানে পারফর্মাররা সময় পাবেন খুবই অল্প।

এদিকে, এবারে ফিফা বিশ্বকাপের দিন দশেক বাকি থাকলেও এখন পর্যন্ত রিহার্সেলে দেখা যাচ্ছে না কাউকে। ৬০ হাজার দর্শকের সামনে ২০ নভেম্বর এবারের আসরের জৌলুস তুলে ধরা হবে উদ্বোধনী অনুষ্ঠানে।

/এমএন

Exit mobile version