Site icon Jamuna Television

লেভানদোভস্কিকে অধিনায়ক করে পোল্যান্ডের দল ঘোষণা

কাতার বিশ্বকাপের জন্য বার্সেলোনার তারকা স্ট্রাইকার লেভানদোভস্কিকে রেখেই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পোল্যান্ড। বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় এসেই দলের ওপর বেশ ভালো প্রভাব রাখতে সক্ষম হয়েছেন তিনি।

সম্প্রতি ৩৪ বছর বয়সী লেভানদোভস্কি ইউরোপের গোল্ডেন সু জিতেছেন। পাশাপাশি ১৯ ম্যাচে করেছেন ১৮ গোল। তারই ধারাবাহিকতা বিশ্বকাপে ধরে রেখে ভালো করতে চান এই পোলিশ স্ট্রাইকার। যেখানে ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা, মেক্সিকো আর সৌদি আরব।

ইতোমধ্যে এ বিশ্বকাপে ফেভারিট ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।

Exit mobile version