Site icon Jamuna Television

ধর্ষণের অভিযোগে মেয়ের মামলায় বাবাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্ট।

ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চাঁপাইনবাবগঞ্জের এক তরুণী। আসামি করেছেন মাকেও। রাজধানীর ওয়ারী থানায় এই মামলা করেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে গেলে বাবাকে চারদিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

চলতি মাসের ১ তারিখ প্রধানমন্ত্রী বরাবর জন্মদাতা পিতার অনৈতিক কাজের বিচার চেয়ে আবেদন করেন ভুক্তভোগী তরুণী। যেখানে বলা হয়, ২০১৮ সালে মাত্র ১৪ বছর বয়সে জোর করে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন তারই বাবা। নানা হুমকি ও ভয় দেখিয়ে গেলো প্রায় চার বছর ধরে একই কাজ করে আসছে জন্মদাতা বাবা। কোথাও বিচার না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রতিকার চেয়ে এ আবেদন করেন তরুণী।

বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও ওই তরুণীরা থাকতেন রাজধানীর ওয়ারীতে। গত ৩ নভেম্বর রাতে ওয়ারী থানায় বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

ওই ভুক্তভোগী জানান, মামলা করার পর থেকে নিরাপত্তাহীনতায় আছেন তিনি।

এদিকে, মামলার পর থেকে পলাতক থাকলেও বৃহস্পতিবার আগাম জামিন নিতে উচ্চ আদালতে যান আসামিরা। এ সময় আদালত ভুক্তভোগীর জবানবন্দি শুনে বাবাকে আত্মসমর্পণের নির্দেশ এবং মাকে চার সপ্তাহের জামিন দেন।

ওই তরুণী আরও অভিযোগ করেন, এ বছরের শুরুর দিকে তার বিয়ে হলেও বাবার অনৈতিক কাজ থেমে ছিল না।

/এমএন

Exit mobile version