Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন মিয়া ওরফে সিটি শাহীন (৩৫) নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসী মারা গেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর দুইটার দিকে চনপাড়ার ১ নম্বর ওয়ার্ডের বালুরমাঠে শাহীন গুলিবিদ্ধ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

তিনি জানান, হত্যা, ডাকাতি, মাদকসহ ২৩টি মামলার আসামি নিহত শাহীন মিয়া ওরফে সিটি শাহীন। সে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তাকে এর আগেও গ্রেফতার করতে গিয়ে র‍্যাব-১’র একটি দল ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায় র‍্যাব।

নিহত শাহীন মিয়া ওরফে সিটি শাহীন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মজিবুর রহমানের ছেলে।

Exit mobile version