Site icon Jamuna Television

বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে আগেভাগেই ফরিদপুরে বিএনপির নেতাকর্মীরা

শনিবারের বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এরই মধ্যে ফরিদপুর পৌঁছেছেন বিএনপি’র অনেক নেতাকর্মীরা।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ নভেম্বরে) থেকেই সমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অবস্থান নেন মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুরসহ কয়েকটি জেলার হাজারো নেতাকর্মী। সেখানেই রাত কাটান তারা।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, পথে বাধার আশঙ্কায় আগেভাগেই ফরিদপুর পৌঁছেছেন তারা।

এদিকে, গণসমাবেশ ঘিরে নেতাকর্মীদের গ্রেফতারসহ নানাভাবে হয়রানির অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সমাবেশে লোকসমাগম ঠেকাতেই পরিকল্পিতভাবে পরিবহন বন্ধ করে দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।

/এসএইচ

Exit mobile version