Site icon Jamuna Television

চাচাতো ভাইয়ের সাথে বিয়ে না দেয়ায় আত্মঘাতী তরুণী

ছবি: সংগৃহীত

পছন্দের পাত্র চাচাতো ভাইয়ের সাথে পরিবারের লোকজন বিয়ে দিতে রাজি না হওয়ায় আত্মঘাতী হলেন এক কলেজশিক্ষার্থী। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। ওই তরুণীর নাম কৃতিকা। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, সম্প্রতি নিজের চাচাতো ভাইকে বিয়ে করার কথা জানান কৃতিকা। ঘোর আপত্তি ছিল পরিবারের। তবে কৃতিকাও ছিলেন নাছোড়বান্দা। জেদ ধরে বসেন তিনি। পরিবারের তরফে বলা হয়েছিল এই বিয়েকে তারা তখনই স্বীকৃতি দেবে, যখন কলেজের পড়ালেখা শেষ করবেন তিনি। তবে তার আগেই আত্মঘাতী হলেন ওই তরুণী।

খবরে বলা হয়েছে, ১৯ বছর বয়সী কৃতিকা বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নিজের কাকার ছেলেকেই বিয়ে করবেন বলে মনস্থির করেছিলেন তিনি। গত ছ’ মাস ধরে পরিবারের কাছে এই দাবিই করে আসছিলেন কৃতিকা। তবে পরিবারের কেউ কৃতিকার এই দাবি ভালো চোখে দেখেননি।

৯ নভেম্বর চিদাম্বরম শহরের ভল্লাম্পদুগাই স্টেশনে কোচিং থেকে বাড়ি ফেরার পথে কৃতিকা তার ভাইয়ের সাথে কথা বলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কৃতিকার সাথে কথা বলে স্টেশন ছাড়েন তার ভাই। এরপর স্টেশনে ট্রেন ঢুকতেই ঝাঁপ দেন ওই তরুণী।

ইউএইচ/

Exit mobile version