Site icon Jamuna Television

আমাদের তেল ছাড়া বিশ্ব তিন সপ্তাহও চলতে পারবে না: সৌদি জ্বালানিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের তেল ছাড়া বিশ্ব দুই বা তিন সপ্তাহও চলতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান। খবর সৌদি গেজেট’র।

বুধবার (৯ নভেম্বর) গ্লোবাল সাইবার সিকিউরিটি ফোরামের দ্বিতীয় সংস্করণে ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ আবদুল আজিজ।

তিনি বলেন, সাইবার হামলার কারণে জ্বালানিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সাইবার হামলা এমন একটি অস্ত্র যেটি পরিচালনা করতে সেনাবাহিনী লাগে না। কিন্তু এর প্রভাব অনেক বেশি। আমরা সাইবার হামলা থেকে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছি। এই হামলা সম্পর্কে আগে কোনো ধারণা পাওয়া যায় না। তাই আমাদরে সব সময় সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গত, গত মাসে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক রেকর্ড দুই লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয় রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। তাদের এমন সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

/এনএএস

Exit mobile version