Site icon Jamuna Television

শাকিব খানের শুটিং হাউসে দুর্বৃত্তদের হামলা

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীাপুর:

গাজীপুরের পূবাইলে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের ‘জান্নাত’-নামের শুটিং হাউসে হামলার অভিযোগ পাওয়া গেছে। একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে শাকিবের ঘনিষ্ঠসূত্র। তবে, এ হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি শাকিব খান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মধ্যরাত দেড়টার দিকে ওই বাড়িতে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের পূবাইলে শাকিব খানের বিলাসবহুল একটি শুটিং হাউস রয়েছে। বাড়িটির নাম ‘জান্নাত’। গতরাতে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় বাড়ির পানির মটর নিয়ে চলে যায় তারা।

পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়রা খবর দিলে দুর্বৃত্তদের হানার ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এর সাথে কারা জড়িত সে বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই ‘সেখানে ‘জান্নাত’ এ সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version