Site icon Jamuna Television

শরীয়তপুর থেকে ফরিদপুর সরাসরি বাস চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি:

আজ সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত শরীয়তপুরের সাথে ফরিদপুরের সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে শুধুমাত্র ফরিদপুর রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আন্তঃজেলাসহ সকল রুটের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মো. আমীর হোসেন খান জানান, ফরিদপুর জেলা বাস মালিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেয়ায় শরীয়তপুর থেকে ফরিদপুর শুক্রবার ও শনিবার সব ধরনের বাস না চলানোর বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, মূলত নসিমন-করিমন, হুইলার, ভটভটি বন্ধের প্রতিবাদে দু’দিনের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ফরিদপুর বিএনপির গণসমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধ রাখার জন্য সরকারের পক্ষ থেকে কেউ চাপ দেয়নি।

ইউএইচ/

Exit mobile version