Site icon Jamuna Television

খুনের পর শ্রমিক থেকে কোটিপতি, ২৯ বছর পর গ্রেফতার চীনা ব্যক্তি

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন এক খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ বছরে ইতোমধ্যে তিনি একজন কোটিপতি হয়ে গেছেন।

বেইজিং ইয়ুথ ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯৩ সালে বিরোধের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাকে খুঁজছিল পুলিশ। এই সন্দেহভাজনকে গ্রেফতারে মধ্য চীনের হুবেই প্রদেশের সিয়াংইয়াং শহরের পুলিশ ১ হাজার ২০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে গুয়াংদোং প্রদেশের হুইঝোউ শহরে যায়।

অভিযুক্তকে কৌশলে বাসা থেকে বের করে আনতে মহামারি নিয়ন্ত্রক কর্মীর বেশ নিয়েছিলেন পুলিশ সদস্যরা। সেখানে তার বৃদ্ধ মাও বসবাস করেন।

খুনের কয়েক দশক পর সিয়ং একজন সাধারণ শ্রমিক থেকে বিলাসবহুল ফ্ল্যাটে বসবাসকারী কোটিপতিতে পরিণত হয়েছেন। তবে কীভাবে এত সম্পদ গড়েছেন প্রতিবেদনে তা বলা হয়নি।

/এনএএস

Exit mobile version