Site icon Jamuna Television

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ সিং নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে নিহতের নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন গণেশ সিং। তিনি বাড়ির ভেতরে আম গাছে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা গণেশকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এএআর/

Exit mobile version