Site icon Jamuna Television

ডেঙ্গুতে মৃত্যু ১, নতুন আক্রান্ত ২৬৬

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৯৩ জন। যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

শুক্রবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন রোগী। ভর্তিকৃতদের মধ্যে ১৫০ জন ঢাকার হাসপাতালে এবং ১১৬ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

অধিদফতরের হিসাব অনুযায়ী বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন মোট ৩ হাজার ২৫২ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯২৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৩২৯ জন।

এছাড়া চলতি বছরে সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগী ৪৬ হাজার ৭৫২ জন। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন।

এএআর/

Exit mobile version