Site icon Jamuna Television

আখাউড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন কিশোরীর

আখাউড়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় সেই কিশোরী।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। অনশনরত ওই কিশোরী জানান, দুই বছর ধরে ওই কিশোরের সাথে প্রেমের সম্পর্ক চলছে তার। তাদের সম্পর্কের বিষয়টি পরিবারসহ প্রতিবেশীরাও অবগত বলে জানান কিশোরী। বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার নাম করে ওই কিশোর একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। তবে সম্প্রতি তার সাথে যোগাযোগ এখন প্রায় বিচ্ছিন্ন। তাই কোনো উপায় না পেয়ে শুক্রবার সকালে তিনি প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. মন্তাজ মিয়া। তিনি বলেন, ওই কিশোর-কিশোরীকে মুখোমুখি নিয়ে পুরো ঘটনা জানার চেষ্টা করি আমরা। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। মেয়ের বাবাকে খবর দেয়া হয়েছে। পুরো ঘটনা শুনে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।

এসজেড/

Exit mobile version