Site icon Jamuna Television

মাতাল হয়ে গভীর ঘুমে দুই ডজন হাতি, জাগাতে হলো ঢাকঢোল পিটিয়ে

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝার জেলার শিলিপদ জঙ্গলে দুই ডজন হাতিকে মাতাল হয়ে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। গ্রামবাসীর মতে মহুয়া খেয়েই হাতিগুলোর এ অবস্থা হয়েছিল। বুধবার (৯ নভেম্বর) এই অদ্ভুত ঘটনাটি ঘটে। খবর হিন্দুস্থান টাইমস’র।

হাতির পালটির মধ্যে ছিল নয়টি পুরুষ ও ছয়টি স্ত্রী হাতি এবং নয়টি বাচ্চা হাতি।

গ্রামবাসীরা দেশি মদ তৈরির জন্য জঙ্গলে পাত্রে করে পানিতে মহুয়া ভিজিয়ে এসেছিলেন। এরপর বুধবার ভোরে সেগুলো দেখতে গিয়ে হাতিদের ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়।

নরিয়া শেঠি নামে এক গ্রামবাসী বলেন, আমরা সকাল ছয়টার দিকে মহুয়া তৈরির জন্য জঙ্গলে গিয়েছিলাম। পৌঁছে দেখি সব পাত্র ভাঙা এবং মহুয়াও অবশিষ্ট নেই। হাতিগুলো সেখানেই ঘুমাচ্ছিল। তারা সম্ভবত মহুয়া ভেজানো পানি পান করে মাতাল হয়ে পড়েছিল।

প্রথমে গ্রামবাসীরাই হাতিগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তাতে ব্যর্থ হলে তারা বন দফতরে খবর দেন। কর্মকর্তারা এলে তাদের সাহায্যে মাদল ও ঢাকঢোল বাজিয়ে হাতিগুলোর ঘুম ভাঙানো হয়। এরপর দুলতে দুলতে তারা জঙ্গলের ভেতর চলে যায়।

এনএএস/

Exit mobile version