Site icon Jamuna Television

কক্সবাজার সৈকতে ভেসে এলো শতশত জেলিফিশ

সৈকতে ভেসে আসা অসংখ্য জেলিফিশ।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের কলাতলী সংলগ্ন সৈকতে ভেসে এসেছে শত শত জেলিফিশ। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত জোয়ারের পানিতে সৈকতের কলাতলী থেকে দরিয়া নগরসহ একাধিক পয়েন্টে এসব মৃত জেলিফিশ ভেসে আসে। তবে কী কারণে এতো বিপুল সংখ্যক জেলিফিশের মৃত্যু হলো তা তাৎক্ষণিকভাবে বলতে পারেনি সমুদ্র বিজ্ঞানীরা।

খবর পেয়ে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দরের নেতৃত্বে একটি দল সৈকতে গিয়ে মৃত জেলিফিশগুলোকে পর্যবেক্ষণ করেছেন। সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানিয়েছেন, জেলিফিশ স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না। এ কারণে জোয়ারে ভেসে আসা জেলিফিশ ভাটার সময় সৈকতে আটকা পড়ে। আবার অনেক সময় জেলেদের জালেও আটকা পড়ে মারা যেতে পারে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত বিজ্ঞানীরা জেলিফিশের দুই হাজার প্রজাতির সন্ধান পেয়েছেন। এদের মধ্যে মাত্র ১২টি প্রজাতির জেলিফিশ মানবখাদ্য হিসেবে বিবেচিত হয়। তারমধ্যে সাদা নুইন্যা বা হোয়াইট টাইপ জেলিফিশ বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। এই জেলিফিশগুলোর অন্যতম বিচরণ ক্ষেত্র হচ্ছে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল।

এসজেড/

Exit mobile version