Site icon Jamuna Television

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো টোঙ্গা, সুনামির আশঙ্কা

প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপে উঠেছে মহাসাগরের মাঝখানে অবস্থিত দ্বীপ দেশ টোঙ্গা। খবর এএফপির।

শুক্রবার (১১ নভেম্বর) গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুসারে, ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের উত্তর-পূর্বে অবস্থিত নিয়াফুর শহরে আঘাত হানে। এ ঘটনায় সরিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার দ্বীপবাসীকে।

এর আগে টোঙ্গা আবহাওয়া অধিদফতর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে উচ্চ ভূমিতে থাকতে বলে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রেডিও শুনতে অনুরোধ করে।

এটিএম/

Exit mobile version