Site icon Jamuna Television

অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও’র জন্মদিন আজ

লিওনার্দো ডিক্যাপ্রিও, চলচ্চিত্র প্রেমীদের মধ্যে অন্যতম পরিচিত নাম। আজ ৪৮ বছর বয়সে পা দিলেন তিনি। ডিক্যাপ্রিও প্রায় দুই দশক ধরে চলচ্চিত্রে কাজ করছেন এবং এই দুই দশকে তিনি অনেক অবিস্মরণীয় অন-স্ক্রিন পারফরম্যান্স দিয়েছেন।

এই হলিউড তারকা ১৯৯১ সালে ‘ক্রাইট্রাস-৩’ হরোর সাইফাই মুভির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। লিওনার্দো “টাইটানিক” থেকে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছিলেন যেটি সেই সময়ে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল। এরপর ২০১৬ সালে তিনি হলিউড শিল্পের সর্বোচ্চ পুরস্কার “অস্কার” জিতে নেন।

এর আগে ২০১১ সালে, লিওনার্দো ক্রিস্টোফার নোলানের “ইনসেপশন”-এ হাজির হন। লিওনার্দোর অভিনয় এবং ক্রিস্টোফার নোলানের নির্দেশনা সেই চলচ্চিত্রটিকে একটি বাস্তব সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্মের উদাহরণ তৈরি করে। লিওনার্দো তার অসামান্য অভিনয়ের জন্য শত শত পুরস্কার জিতেছেন।

এটিএম/

Exit mobile version