Site icon Jamuna Television

জিম করতে গিয়ে মারা গেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা

জিম করতে গিয়ে কিছুদিন আগেই মারা গেলেন সালমান খানের বডি ডাবল সাগর সালমান পান্ডে। জিমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। এবার মারা গেলেন ভারতের এক জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশী। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে মুম্বাইতে মৃত্যু হয় ৪৬ বছর বয়সী টিভি অভিনেতার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সংবাদ সূত্রে জানা যায়, ব্যায়াম করার সময় বুকে ব্যথা অনুভব করলে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নেয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে চিকিৎসকরা তাকে বাচানোর চেষ্টা করেন। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে যান না ফেরার দেশে।

একতা কাপুরের জনপ্রিয় টিভি সিরিয়াল কুসুমের মাধ্যমে তিনি টেলিভিশন জগতে পা রাখেন। এরপর ক্যায়া সোটি জিন্দিগি’, ‘কৃষ্ণা অর্জুন’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান।

২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর গত দুই দশকে ২৫টি সিরিয়ালে অভিনয় করেছেন সিদ্ধান্ত। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হন তিনি।

এটিএম/

Exit mobile version