Site icon Jamuna Television

সেমিফাইনালে ব্যর্থতার জেরে বোর্ড তলব করল দ্রাবিড়, রোহিত আর কোহলিকে!

কোন পথে যাবে ভারতীয় ক্রিকেট? তবে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা মুছতে প্রস্তুতি নেওয়া উচিত ২০২৪ সালের জন্য? আগামী দিনের কর্মপন্থা তৈরি করতে মূলত তিন জনের রিপোর্টের ওপর ভরসা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মতামত চেয়েছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। আগামী বৃহস্পতিবার এই তিন জনের সাথে বৈঠক করার কথাও রয়েছে তাদের। সম্ভবত মুম্বাইয়ের বোর্ডের সদর দফতরেই হবে বৈঠক।

এক বোর্ড কর্মকর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে ফেরার পর কোচ দ্রাবিড় এবং দুই সিনিয়র ক্রিকেটারের সাথে কথা বলে এবং তাদের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি দলের ভবিষ্যতের রাস্তা ঠিক করতে আমরা একটি বৈঠক ডেকেছি। আমরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাই না। কোচ এবং সিনিয়র ক্রিকেটারদের মতামত শুনতে চাই। তার পর বোর্ডের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এটিএম/

Exit mobile version