Site icon Jamuna Television

সাজঘরেও থামানো যায়নি রোহিতকে

ইংল্যান্ডের হাতে ১০ উইকেটে হারের পর বিধ্বস্ত রোহিত শর্মাকে দেখা গিয়েছিল ডাগআউট বসে চোখের পানি মুছতে। সে সময় রাহুল দ্রাবিড় তাকে কিছুটা শান্ত করার চেষ্টা করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে এসেও রোহিতের গলা ভেঙে আসছিলো। খবর আনন্দবাজার পত্রিকার।

সংবাদ সূত্রে জানা গেছে, ম্যাচ শেষে সাজঘরেও থামানো যায়নি রোহিতকে। তিনি সেখানেও কাঁদছিলেন। কিছুতেই আবেগ নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। এ সময় সতীর্থরা গিয়ে রোহিতকে শান্ত করার চেষ্টা করেন। তার পরে দ্রাবিড় গিয়ে কিছুক্ষণ বক্তব্য রাখেন।

দ্রাবিড় তার বক্তব্যে জানান, গোটা খেলায় দল ভালো খেলেছে। তাদের পরীশ্রমে তিনি যথেষ্ট খুশি। দলের কিছু সদস্য জানিয়েছেন, সাম্প্রতিক কালে কোনো ম্যাচে হারের পর রোহিতকে এতটা ভেঙে পড়তে তারা দেখেননি।

ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সাক্ষী ছিলেন রোহিত। অনেকেই ভেবেছিলেন, এবার তার হাত ধরে আবারও বিশ্বকাপ জিতবে ভারত। সেটা হয়নি। রোহিত নিজেও জানতেন, তার কাছে বিশ্বকাপ জেতার এটাই সম্ভবত শেষ সুযোগ। সেখানে গোটা প্রতিযোগিতায় কিছুই করতে পারেননি তিনি। তাই আরও ভেঙে পড়েন।

এটিএম/

Exit mobile version