Site icon Jamuna Television

মানিকগঞ্জে ধলেশ্বরীর ভাঙনে বিলীন বসতবাড়িসহ অর্ধশতাধিক স্থাপনা, আতঙ্ক

ধলেশ্বরীর ভাঙনে বিলীন হয়েছে অর্ধশতাধিক স্থাপনা।

অব্যাহত নদী ভাঙনে বিলীন হচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুশুন্ডা গ্রাম। ধলেশ্বরীর হঠাৎ রূদ্ররূপে একের পর এক বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। বাদ যায়নি পাকা সড়ক ও ব্রিজও। নদী পাড়ে বসে, নির্বাক হয়ে সে দৃশ্যই দেখছেন সেখানকার অসহায় মানুষগুলো। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের। কিন্তু ভাঙনরোধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি এখনও। ফলে পুরো গ্রামটিই এখন হুমকির মুখে।

ভাঙনে বিলীন হয়েছে ঘর, তাকিয়ে দেখা ছাড়া যেনো কিছুই করার নেই অসহায় এই মানুষদের।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত অনেকেরই মানবেতর দিন কাটছে খোলা আকাশের নিচে। পাকা সড়ক ও ব্রিজ ভেঙ্গে যাওয়ায়, অন্তত ১০ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের।

এদিকে, ভাঙন রোধে শুস্ক মৌসুমে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, তড়িঘড়ি করে কাজটা করলে এর কোনো সুফল পাওয়া যেতো না। শুকনো মৌসুমে এখানকার কাজ করার প্রস্তাবনা আমরা মন্ত্রণালয়ে ইতোমধ্যেই প্রস্তাব প্রেরণ করেছি।

স্থানীয়রা জানান, নদীর মাঝামাঝিতে চর জেগে ওঠায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ভাঙন আরও তীব্র হয়েছে।

/এসএইচ

Exit mobile version