Site icon Jamuna Television

পঞ্চগড়ে আগুনে পুড়লো অর্ধশত দোকান

পঞ্চগড়ের বাজারে ভয়াবহ আগুন।

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের মধ্য বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক দোকান। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ পঞ্চগড় বাজারের শুঁটকি হাটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যেই গোটা বাজারে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুরগি, শুঁটকি ও চিড়ামুড়ির অর্ধশত দোকানঘর পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, কোটি টাকারও বেশি জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস।

এসজেড/

Exit mobile version