সব প্রস্ততি সম্পন্ন, এখন অপেক্ষা কেন্দ্রীয় নেতাদের।
দীর্ঘ আট বছর পর আজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে।
শনিবার (১২ নভেম্বর) দুপুর দুইটায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এরইমধ্যে শেষ হয়েছে সম্মেলনের সকল প্রস্তুতি। চাঙ্গাভাব বিরাজ করছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে। নগরীজুড়ে চলছে উৎসবের আমেজ।
দুপুরে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন মাহবুবউল আলম হানিফ। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন সেখানে।
/এসএইচ
Leave a reply