Site icon Jamuna Television

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

প্রতিকী ছবি। ছবি: সংগৃহীত।

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মজিবুর রহমান (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মজিবুর রহমান জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আবুল হোসেনের ছেলে।

শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনদের বরাত দিয়ে নিমাইচালা গ্রামের সমাজকর্মী আকতার হোসেন সরকার জানান, নিহত মজিবুর রহমান কৃষি কাজ করেন। শনিবার সকালে বাড়ির পাশের কলাবাগানে সেচযন্ত্রের মাধ্যমে পানি দিতে বিদ্যুৎ চালিত মোটর চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করেনি কেউ।

এসজেড/

Exit mobile version