Site icon Jamuna Television

উট জানিয়েছে জিতবে বেলজিয়াম

বিশ্বকাপ ফুটবল নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবলপ্রেমীদের। কোন ম্যাচে কোন দল জিতবে খেলার শুরুর আগেই চলতে থাকে এমন আলোচনা। প্রিয় দলের ভবিষ্যত কেমন হবে জানতে অনেকেই দ্বারস্থ হন জ্যোতিষীদের। তাই বিশ্বকাপ ফুটবলের প্রতি আসরে আলোচনায় থাকে এ জ্যোতিষ চর্চা। আর এ জ্যোতিষ চর্চার কেন্দ্রে অধিকাংশ সময় থাকে বিভিন্ন ধরনের জীবজন্তু।

এবারের বিশ্বকাপেও এর ব্যতয় ঘটেনি। রাশিয়ার বিশ্বকাপে ম্যাচের ভবিষ্যত বাণী দিয়ে আলোচনায় এসেছে শাহিন নামের একটি উট। সম্প্রতি কয়েকটি ম্যাচে করা তার ভবিষ্যত বাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। সেমি ফাইনালের ওঠার লড়াইয়ে আজ রাতে কাজানে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-বেলজিয়াম। এ ম্যাচে শাহিন জানিয়েছেন জিতবে বেলজিয়াম। শাহিনের এই ভবিষ্যত বাণীর সত্যতা জানতে খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ফুটবলপ্রেমীদের। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

ভবিষ্যত বাণী করা শাহিনের খোঁজ দিয়েছে ‘গলফ নিউজ’। তারা নিয়মিত এর ভিডিও প্রকাশ করে।

Exit mobile version