Site icon Jamuna Television

কেন এতো আলোচনা কাতারের আল থুমামা স্টেডিয়াম নিয়ে!

আল থুমামা স্টেডিয়াম, কাতার

কাতার বিশ্বকাপে অন্যতম আকর্ষণের নাম আল থুমামা স্টেডিয়াম। দেশটির ঐতিহ্যবাহী টুপি গাহফিয়া’র আদলে তৈরি করা হয়েছে এটি। আধুনিক সকল সুবিধার পাশাপাশি এখানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা। ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে প্রাধান্য পেয়েছে পরিবেশগত দিকগুলো। দোহার চায় বিশ্বকাপ ভেন্যুর একটি এই আল থুমামা স্টেডিয়াম।

আয়োজক হিসেবে ২০২২ বিশ্বকাপের নাম ঘোষণার পরই নড়েচড়ে বসে কাতার। মরুর বুকে সারা বিশ্বকে তাক লাগাতে একের পর এক চমক দিয়ে যাচ্ছে দেশটি। স্টেডিয়ামগুলোর নির্মাণে নজর আটকে যাচ্ছে ফুটবলপ্রেমীদের।

আট স্টেডিয়ামের মধ্যে আলাদাভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আল থুমামা স্টেডিয়াম। কাতারের ঐতিহ্যবাহী টুপি গাহফিয়া’র আদলে তৈরি করা হয়েছে স্টেডিয়ামটি। রাজধানী দোহা থেকে ১২ কিলোমিটার দক্ষিণে এটির অবস্থান। আধুনিক কোনো সুবিধারই কমতি নেই আল থুমামা স্টেডিয়ামে। ৪০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে থাকছে সকল আধুনিক সুযোগ সুবিধা। আছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষভাবে বসার ব্যবস্থা। ডিজাইন ছাড়াও পরিবেশগত ও স্থাপত্যের গুরুত্ব প্রধান্য পেয়েছে এখানে।

স্টেডিয়ামের পাশজুড়ে তৈরি করা হয়েছে ৫০ হাজার বর্গমিটারের একটি পার্ক। পার্কের সিংহভাগই সাজানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে। আর স্টেডিয়াম পরিচর্যার জন্য অতিরিক্ত ৪০ ভাগ পানি মজুদ রয়েছে এখানে। কাতারের আল জাবের ইঞ্জিনিয়ারিং ও তুরস্কের টেকফেন কনস্ট্রাকশনের যৌথ উদ্যোগে স্টেডিয়ামটি তৈরি করেছে।

বিশ্বকাপে সবমিলিয়ে আটটি ম্যাচ গড়াবে এ স্টেডিয়ামে। এরমধ্যে গ্রুপ পর্বের ৬টি সহ অনুষ্ঠিত হবে রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনালের খেলা।

/এসএইচ

Exit mobile version