Site icon Jamuna Television

ছাদে মোবাইল টাওয়ার স্থাপনের প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

গ্রেফতারকৃত প্রতারক আমিনুল ইসলাম।

বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের এজেন্ট সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের অন্যতম হোতা আমিনুল ইসলামকে রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করেছে পিবিআই।

শনিবার (১২ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

তিনি জানান, এই চক্র প্রথমে সরল মানুষদেরকে টার্গেট করে। পরে তাদের বাড়ি বা ভবনের ছাদে মোবাইল টাওয়ার স্থাপনের প্রলোভন দেখায়। পরে বিশ্বাস অর্জন করে বিভিন্ন ব্যবসায় অর্থ বিনিয়োগের ফাঁদে ফেলে ভুয়া কাগজপত্র করে টাকা হাতিয়ে নেয়। এই চক্র জিরাবো ও এর আশেপাশের এলাকায় সক্রিয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আরও জানান, এ প্রতারক চক্রের সদস্য দশ জনের বেশি। ২০১৭ সাল থেকে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়াই তাদের পেশা। এখন পর্যন্ত তারা কতো জনের সাথে প্রতারণা করেছে এবং কতো কোটি টাকা হাতিয়ে নিয়েছে তা জানতে রিমান্ডে নেয়া হবে।

/এসএইচ

Exit mobile version