চুরি যাওয়া ১৯২টি পুরাকীর্তি পাকিস্তানে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

১৯২টি চুরি যাওয়া পুরাকীর্তি পাকিস্তানে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যার মোট মূল্য ৩৪ লাখ ডলার। খবর ফক্স নিউজ’র।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিউ ইয়র্কের ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। তাদের ওয়েবসাইটে বলা হয়, পাচারকারী সুভাষ কাপুরের কাছ থেকে ১৮৭ টি পুরাকীর্তি উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্বের সবথেকে বড় পুরাকীর্তি পাচারকারীদের একজন।

কাপুর ও তার সহযোগীরা চুরি করা পুরাকীর্তি ম্যানহাটনে পাচার করতো। সেখানে একটি আর্ট গ্যালারির মাধ্যমে এগুলো বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করতো।

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ বলেন, আমরা সুভাষ কাপুর এবং তার সহযোগী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধ সম্পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাব। এরা সকলেই এই পুরাকীর্তিগুলির সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বের প্রতি নির্লজ্জভাবে অবজ্ঞা দেখিয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply