Site icon Jamuna Television

ফ্লোরিডার ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় নিকোলের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। শুক্রবার (১১ নভেম্বর) থেকে দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। খবর সিএনএন এর।

ঘড়বাড়ির ধ্বংসস্তুপ সরিয়ে পুনর্নিমাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উপড়ে যাওয়া গাছপালা সরিয়ে যান চলাচল সচল করা হয়েছে। দুর্যোগ কবলিতদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে রাজ্য প্রশাসন। এছাড়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনে কাজ করছে ২২ হাজার লাইনম্যান। এরই মধ্যে ৯০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মিয়ামির পূর্বাঞ্চলে আছড়ে পড়ে ক্যাটাগরি ওয়ানের ঝড়টি। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। গতিপথে থাকা ঘরবাড়ি-স্থাপনা তছনছ করে দিয়েছে ঝড়টি। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক।

এসজেড/

Exit mobile version