Site icon Jamuna Television

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকার স্বর্ণের বার জব্দ

জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৫৬টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার (১২ নভেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ওয়ান ফোর এইট বিমানে তল্লাশী করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের ঢাকা এবং চট্টগ্রামের যৌথ টিম। তল্লাশীর এক পর্যায়ে বিজনেস ক্লাসের একটি সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় স্বর্ণের বারগুলো। তবে, ওই সিটে কোনো যাত্রী না থাকায় কে বা কারা এই স্বর্ণের বারগুলো এনেছে, তা নিশ্চিত করতে পারেনি শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ৷

প্রসঙ্গত, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

/এসএইচ

Exit mobile version