Site icon Jamuna Television

ফরিদপুরে চলছে বিএনপির গণসমাবেশ

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ।

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নগরীতে। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সকাল থেকেই নানা স্লোগান ও মিছিল নিয়ে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা অভিযোগ, গণসমাবেশ ঘিরে গ্রেফতারসহ পথে-পথে নানাভাবে হয়রানির করা হচ্ছে। সমাবেশে লোকসমাগম ঠেকাতেই পরিকল্পিতভাবে পরিবহন বন্ধ করে দেয়ারও অভিযোগ করেন তারা। তারপরও কেউ মোটরসাইকেল, কেউ আবার অটোরিক্সা কিংবা পায়ে হেঁটে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে এমন ধারণা থেকে বৃহস্পতিবার থেকেই বিভিন্ন স্থান থেকে ফরিদপুর আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

এসজেড/

Exit mobile version