Site icon Jamuna Television

সিরাজগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

সিনিয়র রিপোর্টার সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ২দিন পর করতোয়া নদী হতে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন (১৮) শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া মহল্লার সাইকেল মেকার হারুন অর রশিদের ছেলে। সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের ফুপাতো ভাই শাহজাদপুর পৌরসভার কম্পিউটার অপারেটর ইমরান হোসেন জানান, মনির গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বন্ধুদের সাথে বেড়াতে বের হয়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকা যোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। পরে শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা নদীর রুপপুরে তার লাশ নদীর ভেসে থাকতে দেখে বাড়িতে খবর দেয়।

খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

এসজেড/

Exit mobile version