Site icon Jamuna Television

গাজীপুরে প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রবাসী নিহত

ছবি: সংগৃহীত।

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কাপাসিয়ায় জমির সীমানা প্রাচীর নিয়ে বাকবিতণ্ডায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মোবারক হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। মাত্র দশ দিন আগেই বিদেশ থেকে বাড়ি ফিরেছিলেন মোবারক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে শনিবার সকালে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. হাদিউল তাকে ছুরিকাঘাত করে। এ সময় আরও আহত হন মোবারক হোসেনের ভাই মো. আলম ও বোন খালেদা (৩০), হাদিউল ইসলাম (৩০) ও তার ভাই রফিকুল ইসলাম (৩৫)।

জানা গেছে, ১০ দিন আগেই মোবারক হোসেন বিদেশ থেকে বাড়ি ফিরেছেন। বাড়ির পাশে জমির আইলে গাছ লাগানো নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের ছেলে মো. হাদিউল ও রফিকুলের সঙ্গে শনিবার সকালে মোবারক হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মো. হাদিউল মোবারককে ছুরি দিয়ে আঘাত করে।

পরে মোবারক হোসেনকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/

Exit mobile version