Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন বিটিএসের জাংকুক

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ-২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কে-পপ সেনসেশন জাংকুক। এসময় সম্পূর্ণ নতুন একটি গানও প্রকাশ করবেন তিনি। খবর সিএনবিসি’র।

বিশ্বকাপ শুরুর মাত্র আটদিন বাকি থাকতে উদ্বোধনী অনুষ্ঠানে জাংকুক পারফর্ম করার তথ্য নিশ্চিত করেছে বিটিএস। নিজেদের ভেরিফায়েড টুইটারের এক পোস্টে তারা বলেছে, গর্বের সাথে জানাচ্ছি, জাংকুক কাতার বিশ্বকাপ-২০২২ সাউন্ডট্র্যাকের অংশ এবং বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।

বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জিওন জাংকুক। ভক্তরা তাকে অনেক সময় ‘জেকে’ বা ‘কুকি’ বলে সম্বোধন করে থাকেন। সবচেয়ে বেশি খবরের শিরোনাম হওয়া সংগীত তারকাদের মধ্যে অন্যতম তিনি।

/এনএএস

Exit mobile version