Site icon Jamuna Television

আইসিসির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত গ্রেগ বার্কলে, বিসিসিআইয়ের প্রভাব বিস্তারের গুঞ্জন

গ্রেগ বার্কলে। ছবি: সংগৃহীত

আইসিসির সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। গত শুক্রবার (১১ নভেম্বর) জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গুয়া মুকুহলানি সভাপতির প্রার্থিতা প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হন গ্রেগ বার্কলে।

গত কয়েক সপ্তাহ ধরেই আইসিসির সভাপতি পদের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল। গ্রেগ বার্কলের সমর্থন বেশি, এমনটি অনুমিত হওয়ার পরও তাভেঙ্গুয়া মুকুহলানি যখন নির্বাচন করার সিদ্ধান্ত নেন, তখন থেকেই বেড়ে যায় জল্পনা-কল্পনা। ধারণা করা হচ্ছিল, টেস্ট খেলুড়ে দেশগুলো নিয়ে ১৬টির বেশি ভোট আছে বার্কলের কাছে। অন্যদিকে, আইসিসির দীর্ঘ সময়ের পরিচালক মুকুহলানি এশিয়ান ব্লকের কয়েকটি সহযোগী দেশের অন্তত ৬টি ভোট পেতে যাচ্ছেন বলে ধারণা করা হয়েছিল। তবে, বরাবরের মতোই বিসিসিআই প্রভাব বিস্তার করেছে বলে শোনা গেছে গুঞ্জন।

অনানুষ্ঠানিকভাবে বার্কলেকে সমর্থন করার কথা জানালেও, সেই সহযোগিতা কীভাবে করা হবে তা নিয়ে অনেককেই অন্ধকারে রাখে বিসিসিআই। যদিও আইসিসির কেউ আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু বলেনি; তবে, আইসিসির একাধিক পরিচালক ইএসপিএনক্রিকইনফোকে ইঙ্গিত দিয়েছেন যে, অর্থ ও বাণিজ্য বিষয়ক কমিটিতে একটি প্রভাবশালী ও প্রধান আসন পেতে চায় বিসিসিআই। উল্লেখ্য, সেই আসনটি কেবল আইসিসি ইভেন্টগুলোর জন্য বাজেট বরাদ্দের সিদ্ধান্তই নেয় না; বরং, সামগ্রিক রাজস্ব পুল থেকে সদস্য দেশগুলোতে অর্থ বিতরণের বিষয়গুলোও দেখাশোনা করে।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার যারা

/এম ই

Exit mobile version