Site icon Jamuna Television

৩৭ বছর পর বিধ্বস্ত মহাকাশযান মিললো সমুদ্রের নিচে

আমেরিকান স্পেস এজেন্সি নাসার চ্যালেঞ্জার শাটল ৩৭ বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল। একটি বিস্ফোরণে সেখানে থাকা সাতজন মানুষও মারা যায়। সম্প্রতি আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে পাওয়া গেছে সেই ধ্বংসাবশেষের একটি বড় টুকরো। খবর এনডিটিভির।

সংবাদ সূত্রে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগের বিমানের সন্ধান করছিলো একদল ফিল্ম ক্রু। এসময় দলটি ধ্বংসাবশেষের একটি বড় টুকরো খুঁজে পেয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) নাসা এ তথ্য নিশ্চিত করেছে।

আরও জানা যায়, উড়োজাহাজ সন্ধানের সময় দলটি সমুদ্রের তলদেশে বালির নিচে শাটল সাদৃশ্য কিছু পড়ে থাকতে দেখে। বস্তুটির আধুনিক গঠন ও বর্গাকার আকৃতির জন্য তারা নাসার সাথে যোগাযোগ করে।

মহাকাশযানটি যান্ত্রিক ত্রুটির কারণে উত্তোলনের পর মাত্র ৭৩ সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়। এতে নিহত হন যানটিতে থাকা ৭ জন আরোহী।

এটিএম/

Exit mobile version