Site icon Jamuna Television

ছেলের ৩ মাস উদযাপনের ছবিতে নেই রাজ, কী আভাস দিলেন পরী?

ছবি : সংগৃহীত

সংসার জীবনে তৃতীয় পক্ষ প্রবেশের আশঙ্কায় সম্প্রতি বেশ চটেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। ফেসবুকে দেয়া একাধিক স্ট্যাটাসে এর ইঙ্গিত মিলেছে। এসবের রেশ কাটতে না কাটতেই এবার শেয়ার করেছেন সন্তানের ছবি।

ছেলেকে কোলে নিয়ে চুমু দেয়ার একটি ছবি পোস্ট করে পরীমণি লেখেন, আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। Happy three months Baajaan।

অবশ্য, ছবিতে দেখা যায়নি সন্তানের বাবা শরীফুল রাজকে। আর তাতে নেটিজেনদের প্রশ্ন, রাজহীন সন্তানের তিন মাস বয়স উদযাপনের ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিলেন এই নায়িকা। সন্তানকে নিয়ে তারা ভালো আছেন নাকি রাজহীন ছবি অশান্তির পারদ বাড়ারই ইঙ্গিত, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

৩ মাস হলো পরী-রাজ দম্পতির প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের বয়স। আর তা উদযাপন করা হয়েছে চমৎকার আয়োজনে। নানা রঙের বেলুনে সাজানো টেবিলে রাখা ছিল বাহারি কেক। কেকের ওপরে হাতি, গরুসহ বিভিন্ন পশুপাখির ছবি। এর মধ্যে সন্তানকে কোলে নিয়ে চুমু খাচ্ছেন মা পরীমণি।

এএআর/

Exit mobile version